সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে আজ

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ০২, ২০২২
০৫:০০ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০২, ২০২২
০৫:০০ অপরাহ্ন



সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে আজ

কয়েক দিনের শৈত্যপ্রবাহের পর আজ বুধবার দেশের একাধিক অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে গতকালই অনেক জেলায় কমেছে শৈত্যপ্রবাহের মাত্রা, যা আজ থেকে আরো কমবে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গত রাতে কালের কণ্ঠকে বলেন, ‘কিছু জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দুই দিনে এই বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়বে। তবে শীত আগের চেয়ে কমবে।’

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ ছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, নওগাঁ ও মৌলভীবাজার জেলা, রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় প্রশমিত হতে পারে। দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী দুই দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার কথা বলা হয়েছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আরসি-০১