সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ০২, ২০২২
০৫:৫৩ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০২, ২০২২
০৫:৫৩ অপরাহ্ন
মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত যশোরের কেশবপুরের রাজাকার কমান্ডার, সাবেক সংসদ সদস্য শাখাওয়াত হোসেন ও অপর রাজাকার বিল্লাল হোসেনের মৃত্যুর প্রেক্ষিতে তাদের দণ্ড থেকে খালাস চেয়ে করা আপিল আবেদন অকার্যকর ঘোষণা করা হয়েছে।
বুধবার (২ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
এর আগে ২০১৬ সালের ১০ আগস্ট মানবতাবিরোধী অপরাধে সাখাওয়াত হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই মামলার আট আসামির মধ্যে কেশবপুরের অন্য সাত রাজাকারকে দেওয়া হয়েছে আমৃত্যু কারাদণ্ডাদেশ।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সাতজন হচ্ছেন, মো. বিল্লাল হোসেন, মো. ইব্রাহিম হোসেন, শেখ মোহাম্মদ মুজিবর রহমান, মো. আব্দুল আজিজ সরদার, মো. আজিজ সরদার, কাজী ওয়াহেদুল ইসলাম ও মো. আব্দুল খালেক মোড়ল।
একই মামলার ওই আট আসামির মধ্যে গ্রেপ্তার ছিলেন সাখাওয়াত হোসেন ও মো. বিল্লাল হোসেন। বাকি ছয়জন পলাতক।
গ্রেপ্তার দুই জন রায়ের পরে আপিল বিভাগে আবেদন করেন। ওই আপিল বিচারাধীন থাকার সময় ২০১৮ সালে বিল্লাল এবং ২০২১ সালে সাখাওয়াত মারা যান।
আরসি-০৫