সিলেট মিরর ডেস্ক
                        ফেব্রুয়ারি ০৩, ২০২২
                        
                        ০৬:১৯ অপরাহ্ন
                        	
                        আপডেট : ফেব্রুয়ারি ০৩, ২০২২
                        
                        ০৬:১৯ অপরাহ্ন
                             	
 
                        
             
    চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খানের ফেসবুক লাইভে এসে আত্মহত্যার ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
নিহত ব্যক্তির পরিবারের একজন সদস্য বাদী হয়ে বুধবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ মামলা করেন।
মামলা দায়েরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মাসুম বলেন, বুধবার শেষ রাতে এ মামলা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে। এখনো পরিবারের কাছে মরদেহ হস্তান্তর হয়নি। এটি প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার ঘটনার ভিডিওটি ৬ ঘণ্টার মধ্যে সব সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে অপসারণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া এই ভিডিও যেকোনো ধরনের ইলেকট্রনিক মাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আরএম-০৫