জাগরণী সংসদের সভাপতির বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ০৮, ২০২২
০৫:১১ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৮, ২০২২
০৫:১১ অপরাহ্ন



জাগরণী সংসদের সভাপতির বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ

সুতাং জাগরণী সংসদের সভাপতির বিরুদ্ধে ভুয়া, ভিত্তিহীন  মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সুতাং জাগরণী সংসদ।

মঙ্গলবার(৮ জানুয়ারি) বিকাল ৫ টায় স্থানীয় সুতাং শাহজীবাজারে এক  বিক্ষোভ ও মানববন্ধন করেছেন একঝাক সুতাং জাগরণী সংসদের সদস্যরা। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত সভায় শেখ গোলাম সারোয়ার পলাশের সভাপতিত্বে ও সৈয়দ বকুল রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মুখলিছ মিয়া, সুতাং জাগরণী সংসদের উপদেষ্টা সৈয়দ এনামুল হক শাহান, উপদেষ্টা সৈয়দ মারুফ আহমেদ,  সৈয়দ সফল মিয়া সহ সুরাবই সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার এক ঝাক কোরআনের পাখিরা।

সভায় বক্তারা বলেন,  সুতাং জাগরণী সংসদের প্রতিষ্টাতা সভাপতি সৈয়দ হাবিবুর রহমান ডিউক পুরো শায়েস্তাগঞ্জ উপজেলার একজন ক্লিন ইমেজের প্রতিচ্ছবি,  উনাকে অনেকেই আইডল হিসেবে মানেন। উনি পেশাদারী একজন প্রকৃত কলম সৈনিক। উমেদনগরের ফজলে রাসেল মিয়া উড়ে এসে জুড়ে বসে শান্তিপূর্ণ এলাকায় একটা ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করে চলেছেন। সুতাং জাগরণী সংসদের সভাপতির উপর আনিত শায়েস্তাগঞ্জ থানায় ভুয়া অভিযোগ প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে, প্রয়োজনে ঢাকা সিলেট মহাসড়ক আটকে আন্দোলনে যাবেন সদস্যরা।

উক্ত মানববন্ধনে শতস্পুর্তভাবে একাত্মতা ঘোষণা করেছেন শায়েস্তাগঞ্জ উপজেলার সকল বাসিন্দারা। মানববন্ধনের শেষ পর্যায়ে  এক দোয়ার মাধ্যমে আয়োজন সম্পাপ্তি ঘোষণা করা হয়।

আরসি-০৩