আইসিইউতে গীতিকার কাওসার আহমেদ চৌধুরী

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১২, ২০২২
০৩:০৩ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২২
০৩:০৩ পূর্বাহ্ন



আইসিইউতে গীতিকার কাওসার আহমেদ চৌধুরী

প্রখ্যাত গীতিকার ও জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরীর শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। তাকে ধানমন্ডির একটি হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) রাখা হয়েছে।

তার ছেলে আহমেদ শাফি চৌধুরী (প্রতিক) বলেন, বাবার মাল্টিপল অর্গান ফেইলিওর, জানি না ঠিক কী হবে!

শাফি চৌধুরী আরও বলেন, বাবার রক্তের প্রয়োজন ছিল। সেটা যোগাড় হয়েছে, প্রসেসও হয়েছে। এখন রক্ত দেওয়া শুরু হবে। এই মুহূর্তে বাবার জন্য দোয়া করা ছাড়া আমাদের আর করার কিছু নেই।

কাওসার চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত। এ ছাড়া তিনি কিডনি ও স্নায়ু জটিলতায় ভুগছেন। দুবার স্ট্রোক করেছিলেন তিনি।

গত বুধবার প্রথমে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। পরে ধানমণ্ডি ক্লিনিকে স্থানান্তর করা হয় তাঁকে। তিনি প্রথম আলো পত্রিকায় দীর্ঘদিন ধরে রাশিচক্র লেখেন। এর পাশাপাশি তিনি বিভিন্ন ব্যান্ড দল ও শিল্পীদের জন্য গান লেখেন। বহু বিখ্যাত গানের গীতিকার তিনি। 

এএফ/০১