এইচএসসি ও সমমানের ফল প্রকাশ

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১৩, ২০২২
১২:১৮ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৩, ২০২২
১২:১৮ অপরাহ্ন



এইচএসসি ও সমমানের ফল প্রকাশ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত হয়ে পরীক্ষার ফল প্রকাশের ঘোষণা দেন।

করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় গত ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরু হয়। সব শিক্ষাবোর্ড মিলিয়ে এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন। গড় পাসের হার ৯৩.৫৮ শতাংশ। এরমধ্যে বরিশাল বিভাগে  ৯৫.৭৬ শতাংশ , রাজশাহীতে ৯৭.২৯, চট্টগ্রামে ৮৯.৩৯ শতাংশ, কুৃমিল্লায় ৯৭.৪৯, কুমিল্লায় ৯২.৩৯ শতাংশ উত্তীর্ণ হয়েছেন।

 গত বছর এই পাসের হার ছিল ১০০ শতাংশ। 

আরসি-১০