সোমবার থেকে ফল পুনঃনিরীক্ষার আবেদন

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১৩, ২০২২
০১:২১ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৩, ২০২২
০১:২১ অপরাহ্ন



সোমবার থেকে ফল পুনঃনিরীক্ষার আবেদন

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়েছে। এতে পাশের হার ৯৫.২৬ শতাংশ। প্রকাশিত ফলাফলে যেসব শিক্ষার্থী অসন্তুষ্ট হবেন তারা ফল পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ পাবেন।

রবিবার ঢাকা শিক্ষাবোর্ড এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা যায়, আগামী সোমবার (১৪ ফেব্রুয়ারি) থেকে ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হবে। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।

রবিবার আন্ত:শিক্ষাবোর্ড থেকে এ তথ্য জানানো হয়।

পরীক্ষায় গড়ে ৯৫.২৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন। এবার নয়টি সাধারণ বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের ১৪ লাখ ৪ হাজার ২৪৪ জন পরীক্ষার্থীদের মধ্যে পাসের হার ৯৫.২৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। একজন ও শিক্ষার্থী পাস করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৫ টি।

বি এন-০২