'সাগর-রুনি হত্যারহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে সরকার'

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১৩, ২০২২
০৭:৩৪ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৩, ২০২২
০৭:৩৫ অপরাহ্ন



'সাগর-রুনি হত্যারহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে সরকার'

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা রহস্য উদঘাটনে চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, যথেষ্ট দেরি হয়েছে। তদন্ত প্রতিবেদন শিগগিরই জমা দেওয়া হবে। সরকার বসে নেই, কাজ চলছে। আমি চেষ্টা করব যাতে খুব জলদি এ বিষয়ে ব্যবস্থা নিতে পারি।

আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাগর-রুনি হত্যার বিচার দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা মন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আদালত র‌্যাবকে এর দায়িত্ব দিয়েছে। র‌্যাব এটা নিয়ে কাজ করছে, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। আশা করছি খুব শিগগিরই ঘটনাটা কী ঘটেছিল, কে কে দায়ী ছিল এগুলো আমরা বের করতে পারব।

তিনি বলেন, আমি মনে করি যথেষ্ট দেরি হয়েছে। আমি চেষ্টা করব যাতে খুব জলদি এ বিষয়ে ব্যবস্থা নিতে পারি।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এই হত্যাকাণ্ডের পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন। হত্যাকাণ্ডের ১০ বছর হয়ে গেলেও এর রহস্য উদঘাটিত হয়নি।

আরসি-১৬