ইসি গঠনে নাম প্রস্তাব: ৩২২ জনের তালিকা প্রকাশ

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১৫, ২০২২
০২:৩৯ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৫, ২০২২
০২:৪৩ পূর্বাহ্ন



ইসি গঠনে নাম প্রস্তাব: ৩২২ জনের তালিকা প্রকাশ

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল, বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী সংগঠন ও ব্যক্তিদের নাম প্রস্তাবনার তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

৩২২ জনের এই তালিকায় সাবেক সরকারি কর্মকর্তা, অবসরপ্রাপ্ত বিচারপতি, শিক্ষক, সাহিত্যিক, সাবেক সেনা কর্মকর্তার নাম রয়েছে। 

এর আগে শনিবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, নির্বাচন কমিশন (ইসি) গঠনে ৩২৯ জনের নামের প্রস্তাব পেয়েছ অনুসন্ধান কমিটি। 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ১৩৬ জন, ই-মেইলের মাধ্যমে ৯৯ জন, পেশাজীবীদের কাছ থেকে ৪০ জন ও ব্যক্তিগতভাবে ৩৪ জনের নামের প্রস্তাব পাওয়া গেছে।

প্রস্তাবিত নামের তালিকা

আরসি-১৫