বয়স ১২ বছরের বেশি হলেই নিবন্ধন ছাড়া টিকা

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১৫, ২০২২
০৬:৫১ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৫, ২০২২
০৬:৫১ পূর্বাহ্ন



বয়স ১২ বছরের বেশি হলেই নিবন্ধন ছাড়া টিকা
এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না থাকলেও ১২ বছরের ঊর্ধ্বের যে কেউ নিবন্ধন ছাড়াই টিকা নিতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার, ডায়ালাইসিস ও অক্সিজেন প্লান্ট উদ্বোধন শেষে সাংবাদিতদের একথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, লক্ষ্যমাত্রার ৮৫ শতাংশ মানুষকে এ পর্যন্ত টিকার আওতায় আনা হয়েছে। এখন পর্যন্ত সব মিলিয়ে ১৭ কোটির বেশি টিকা আমরা দিয়েছি। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছে ১০ কোটির বেশি মানুষ। আমাদের হাতে ১০ কোটি ডোজ টিকা আছে, কিন্তু অনেকে টিকা নেননি।

এ কারণে ১২ বছরের বেশি বয়সীদের জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন না থাকলেও শুধু নাম, বয়স ও মোবাইল নম্বর দিয়ে টিকা নিতে পারবে।

মন্ত্রী বলেন, ডায়ালাইসিস নিয়ে কয়েক দিন আগে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হয়েছিল। এগুলো ভুল। যে সংবাদ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে, তা থেকে বিরত থাকতে হবে।

আরসি-০২