আইসিসির মাসসেরা হওয়া হলো না এবাদতের

খেলা ডেস্ক


ফেব্রুয়ারি ১৪, ২০২২
০৬:৩৯ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৪, ২০২২
০৬:৩৯ অপরাহ্ন



আইসিসির মাসসেরা হওয়া হলো না এবাদতের

গেল জানুয়ারিতে কেবলই দুটো ম্যাচ খেলেছিলেন এবাদত হোসেন। তবে তার প্রথমটাতেই করেছিলেন বাজিমাত। নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে দুর্দান্ত এক স্পেলে গুঁড়িয়ে দিয়েছিলেন নিউজিল্যান্ডকে। তাতেই তাসমান সাগরের ওপারে যে কোনো ফরম্যাটে প্রথমবারের মতো ধরা দিয়েছিল জয়।

সেই পারফর্ম্যান্সই এবাদতকে নিয়ে এসেছিল আইসিসির মাসসেরার সংক্ষিপ্ত তালিকায়। তবে শেষমেশ তা জিততে পারেননি তিনি। তাকে হারিয়ে আইসিসির জানুয়ারির মাসসেরা হয়েছেন কিগান পিটারসেন।

পিটারসেন গেল মাসে খেলেছেন দুটো টেস্ট, ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্ট। ঘরের মাটিতে পিছিয়ে পড়ার পরও যে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা, তাতে তার অবদানটাও কম নয়। সিরিজের দ্বিতীয় টেস্টে ফিফটি করেছেন, পরের টেস্টে জোড়া ফিফটি। লো স্কোরিং এই সিরিজে ২৭৬ রান করে সিরিজসেরাও হয়েছেন তিনি। সেই পারফর্ম্যান্সই এবার তাকে এনে দিল আইসিসির জানুয়ারির সেরার পুরস্কার। 

জানুয়ারির সেরা হওয়ার পথে পিটারসেন হারিয়েছেন স্বদেশি ‘বেবি ডি ভিলিয়ার্স’ খ্যাত ডুয়াল্ড ব্রেভিসকে। গেল মাসে অ-১৯ বিশ্বকাপে দুর্দান্ত খেলেছিলেন তিনি। এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন ৫০৬ রান তুলে। বনেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও। তবে এবার জানুয়ারির সেরা হওয়া হলো না তার।

ইংলিশ অধিনায়ক হিদার নাইট বনে গিয়েছেন নারী বিভাগের সেরা। এর পথে চামারি আতাপাত্তু ও দিয়ান্দ্রা ডটিনকে হারিয়েছেন তিনি। 

আরসি-০৫