ক্রীড়া প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৫, ২০২২
০১:৫৯ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৫, ২০২২
০২:০০ অপরাহ্ন
সময়টা ২০০৪ সালের ২৬ ডিসেম্বর। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে ২৩১ রানের লক্ষ্যে ব্যাট করছিল ভারত। মাশরাফির প্রথম ওভারে রানের খাতা খোলার আগেই বিদায় শেভাগের। চতুর্থ ওভারের দ্বিতীয় বল ছুড়লেন তাপশ বৈশ্য। যুবরাজ সিং পাঠালেন মিড অফ অঞ্চল দিয়ে। ভয়ংকর গতিতে ছুটে যাওয়া সেই বলটি তালুবন্দী করেছিলেন রাজীন সালেহ। বিদায় নেন যুবরাজ সিং। রাজীন সালেহকেও রান আউট করে ফিরিয়েছিলেন যুবরাজ সিং।
সেই ম্যাচটি জিতে নেওয়ার ১৭ বছর পর এই স্মৃতি রোমন্থন করার কারণ রাজিন সালেহ। দারুণ ক্যাচে যুবরাজকে ফেরানো রাজিন এখন জাতীয় দলের ফিল্ডিং কোচ। ঘরের মাঠে অনুষ্ঠিতব্য আফগানিস্তান সিরিজের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ থেকে রাজিন ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন।
বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসনিশ্চিত করেছেন। পরে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহও নিশ্চিত করেছেন।
জালাল ইউনুস বলেন, আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পেলেন রাজিন সালেহ। পরের দক্ষিণ আফ্রিকা সিরিজেও একই দায়িত্বে থাকবেন তিনি।
এই বিষয়ে জানতে চাইলে রাজিন সালেহ বলেন, ‘এক সপ্তাহ আগে আমাকে এ বিষয়ে বলেছিলো। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ এবং দক্ষিণ আফ্রিকা সফরে জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করার জন্য। পরে দিন তিনেক আগে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ভাই আমাকে ফিল্ডিং কোচের দায়িত্ব পালনের কথা বলেন।’
চলমান বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুলনা টাইগার্সের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন রাজিন সালেহ। এছাড়া তিনি সিলেট বিভাগীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছিলেন।
জাতীয় দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহর ক্যারিয়ারের শেষটা প্রত্যাশানুযায়ী হয়নি। আন্তর্জাতিক ক্যারিয়ারে রাজিন সালেহ ২২টি টেস্ট খেলেছেন। ৪৬ ইনিংস ব্যাট করে ২৫.৯৩ গড়ে তার সংগ্রহ ১১৪১ রান। সর্বোচ্চ ৮৯। ৪৩ ওয়ানডের ৪৩ ইনিংসে করেছেন ২৩.৯২ গড়ে ১০০৫ রান। সর্বোচ্চ অপরাজিত ১০৮*। ক্যারিয়ারে সেঞ্চুরি এই একটিই, ফিফটি ছয়টি।
খেলোয়াড়ি জীবনে ফিল্ডার হিসেবে বিখ্যাত ছিলেন। অনেকেই তাকে দেশের ক্রিকেট ইতিহাসের সেরা ফিল্ডার বলে থাকেন। তার হাতেই আগামী দুই সিরিজের জন্য জাতীয় দলের ফিল্ডিং বিভাগের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে।
আরসি-২০