ইসি গঠনে প্রস্তাবিত নাম বাছাই শুরু

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১৬, ২০২২
০৬:৪১ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২২
০৬:৪১ পূর্বাহ্ন



ইসি গঠনে প্রস্তাবিত নাম বাছাই শুরু

নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তি ও পেশাজীবীদের কাছ থেকে পাওয়া ৩২২ জনের খসড়া তালিকা বাছাইয়ের কাজ শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে একই ব্যক্তির একাধিক নাম চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। 

বুধবার থেকে চূড়ান্ত তালিকা প্রণয়নের কাজ শুরু হবে। এজন্য এদিন বিকেল সাড়ে চারটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ফের বৈঠক আহবান করেছে রাষ্ট্রপতি গঠিত সার্চ (অনুসন্ধান) কমিটি।

এর আগে সার্চ কমিটির প্রধান আপিল বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে সুপ্রিম কোর্টের জাজেস মিলনায়তনে পেশাজীবীদের সঙ্গে মঙ্গলবার চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেল চারটা থেকে প্রায় এক ঘন্টা বৈঠকটি অনুষ্ঠিত হয়। 

বৈঠকে ৮ জনকে আমন্ত্রণ জানানো হলেও চারজন গণমাধ্যম ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তারা হলেন- বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক ইনাম আহমেদ ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম। এরপর প্রায় দুই ঘণ্টা অভ্যন্তরীণ বৈঠক করে সার্চ কমিটি।

বৈঠকের বিষয়ে সার্চ কমিটিতে সাচিবিক দায়িত্ব পালনকারী মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘কমিটির পক্ষ থেকে তালিকা থাকা একই ব্যক্তির একাধিক নামগুলো এডিট করে ফেলছি, বুধবার কমিটির সামনে উপস্থাপন করা হবে। তারপর কমিটির তাদের কার্যক্রম-পদ্ধতি ঠিক করে এখান থেকে একটা সিলেকশনের দিকে যাবেন।’ 

তিনি আরও বলেন, ‘কমিটি বুধবার থেকে ফরমাল মিটিং করবে, কীভাবে এটি ছোট করা যায়। তারপর যত তাড়াতাড়ি সম্ভব সেটি করে ফেলবে।'

গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গে এদিনের বৈঠক প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘গত দুই দিন যাদের অ্যাকোমোডেট করা যায়নি, তাদের ডাকা হয়েছিল তার মধ্যে চারজন উপস্থিত হয়েছিলেন। তারা তাদের অপিনিয়ন দিয়ে গেছেন, এগুলো কমিটি বিবেচনা করছে।’

তিন শতাধিক নাম প্রকাশ করা হল, তাদের সম্মতি নিয়ে প্রকাশ করা হয়েছিল কি-না -এমন প্রশ্নে তিনি বলেন, এগুলো কমিটির বিষয়।

বৈঠকে সার্চ কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক উপস্থিত ছিলেন। সাচিবিক সহায়তা দেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আরসি-১২