সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০২২
০৫:২৬ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৭, ২০২২
০৫:২৬ পূর্বাহ্ন
নতুন নির্বাচন কমিশন গঠনে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার বাছাইয়ে ফের বৈঠকে বসবে অনুসন্ধান কমিটি। আগামী শনিবার বেলা ১১টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে এ বৈঠক হবে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) একই স্থানে প্রায় চার ঘণ্টা বৈঠকের পর রাত ৮টায় সাংবাদিকদের একথা বলেন মন্ত্রীপরিষদ বিভাগের সচিব (সমন্বয়ক ও সংস্কার) মো. সামসুল আরেফিন।
সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সচিব বলেন, ‘আজকে অনুসন্ধান কমিটি বসেছিলেন।
তাদের অনুসন্ধান অব্যাহত আছে এবং আগামী শনিবার বেলা ১১টায় আবার বসবেন। আর কোনো বিষয় আমি বলতে পারব না। ’
বাছাই প্রক্রিয়া নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আইনানুগভাবে যে যোগ্যতার কথা বলা আছে সে অনুযায়ীই হবে। ’
প্রস্তাবিত নামের মধ্যে যারা নাম প্রত্যাহারের আবেদন করেছেন সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান এই কর্মকর্তা।
আরসি-০২