আফগান ক্রিকেটাররা করোনামুক্ত

খেলা ডেস্ক


ফেব্রুয়ারি ১৭, ২০২২
১২:৪১ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৭, ২০২২
১২:৪১ পূর্বাহ্ন



আফগান ক্রিকেটাররা করোনামুক্ত

সিলেটে অবস্থানরত আফগান ক্রিকেটারসহ ১২ জন ২৪ ঘণ্টার ব্যবধানে করোনামুক্ত হয়েছেন। ক্রিকেটারদের অনুশীলন চালিয়ে যেতে আর কোনো বাধা থাকল না।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) খবর এসেছিল ৮ ক্রিকেটারসহ ১২ জন করোনায় আক্রান্ত। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির চিকিৎসা বিভাগ। 

ইতোমধ্যে ক্রিকেটারদের বাধ্যতামূলক আইসোলেশনও তুলে নেওয়া হয়েছে। ক্যাম্প করতে আফগানিস্তান ক্রিকেট দল এখন রয়েছে সিলেটে।  প্রথম কোভিড পরীক্ষায় সফরকারী বহরের ১২ জন করোনায় আক্রান্ত হয়েছিল। তাদের মধ্যে ৮ জন ক্রিকেটার, একজন ক্রিকেটারের স্ত্রী ও তিন জন স্টাফ ছিলেন। বুধবার (১৬ ফেব্রুয়ারি) করা দ্বিতীয় পরীক্ষায় তাদের সবার পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।  

করোনা পরীক্ষার আগেই সোমবার থেকে অনুশীলন শুরু করেছিল আফগানরা। পরে রিপোর্ট পাওয়ার পর আইসোলেশনে পাঠানো হয় তাদের। বৃহস্পতিবারই তাদের আবার অনুশীলনে নামার কথা রয়েছে।

সূচি অনুযায়ী ১৮ ফেব্রুয়ারি নিজেদের মধ্যে একটি ম্যাচও খেলবে। ১৯ ফেব্রুয়ারি চট্টগ্রামের উদ্দেশে রওনা দেওয়ার কথা সফরকারী দলের। এরপর আগামী ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে শুরু হবে তিন ওয়ানডের সিরিজ। মার্চে হবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ।

আরসি-০৩