কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক শ্রেয়াস

খেলা ডেস্ক


ফেব্রুয়ারি ১৭, ২০২২
১২:৪৭ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৭, ২০২২
১২:৪৭ পূর্বাহ্ন



কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক শ্রেয়াস

সবশেষ মৌসুমের অধিনায়ক এডউইন মরগানকে এবার আগেই ছেড়ে দিয়েছিলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। এই মৌসুমে তাই তাদের দরকার ছিল একজন অধিনায়কের।

সেই লক্ষ্যেই আইপিএলের মেগা নিলাম থেকে দিল্লী ক্যাপিটালসের সাবেক ক্যাপ্টেন শ্রেয়াস আইয়্যারকে দলে ভেড়ায় শাহরুখ খানের দল। বুধবার এল কাঙ্ক্ষিত সেই ঘোষণা। শ্রেয়াস আইয়্যারই হচ্ছেন এবারের মৌসুমে কলকাতার অধিনায়ক।

কলকাতাকে সুযোগটা করে দিয়েছিলো খোদ দিল্লীই। তাদের নিয়মিত অধিনায়ককে নিলামের নাগে ছেড়ে দিয়েছিলো তারা। সেই সুযোগটা লুফে নিলো কলকাতা। আইপিএলের এবারেরব নিলামে ১২ কোটি ২৫ লাখ রুপি দিয়ে আইয়্যারকে দলে ভেড়ায় কলকাতা ফ্র্যাঞ্চাইজি।

দলের অধিনায়ক হিসেবে আইয়্যারের নাম ঘোষণা করেন কলকাতার প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক ভেঙ্কি মাইসোর। এসময় তিনি বলেন, ‘আমরা খুবই আনন্দিত যে আইপিএলের নিলামে সফলভাবে শ্রেয়াসকে কিনতে পেরেছি এবং তাকে টিম কেকেআরকে নেতৃত্ব দেয়ার সুযোগ দিতে পারছি।’

ভেঙ্কি মাইসোর আরও বলেন, ‘সর্বোচ্চ পর্যায়ে মানসম্পন্ন একজন ব্যাটসম্যান হিসেবে সেন (শ্রেয়াস) আমাদের মুগ্ধ করেছে। আমাদের বিশ্বাস, টিম কেকেআরের হয়ে সে ভালো করবে।’

কলকাতার অধিনায়ক হওয়ার পর বেশ খুশি দেখা গেছে শ্রেয়াস আইয়্যারকেও। কেকেআরের নতুন অধিনায়ক বলেন, ‘কলকাতার মতো একটি নামী দলকে নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়ে আমি খুব সম্মানিত বোধ করছি। আইপিএল এমন একটি টুর্নামেন্ট, যে টুর্নামেন্ট বিশ্বের বিভিন্ন দেশের সেরা খেলোয়াড়দের এখানে নিয়ে আসে। দুর্দান্ত প্রতিভাবান একটি দলকে নেতৃত্ব দেওয়ার জন্য আমি উন্মুখ হয়ে আছি। আমাকে এ সুযোগ দেওয়ার জন্য আমি মালিক, টিম ম্যানেজমেন্ট ও সাপোর্ট স্টাফের সবাইকে ধন্যবাদ জানাই।’

কলকাতার কোচ ব্রেন্ডন ম্যাককালামও শ্রেয়াস আইয়্যারকে নিয়ে বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘ভারতের ক্রিকেটের অন্যতম উজ্জ্বল ভবিষ্যৎ নেতা শ্রেয়াস আইয়ার কলকাতার নেতৃত্ব পাওয়ায় আমি খুব রোমাঞ্চিত। শ্রেয়াসের ব্যাটিং এবং তার নেতৃত্বগুণ আমাকে মুগ্ধ করেছে। আমি তার খেলাটা উপভোগ করেছি। এখন তার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি আমি। তার নেতৃত্বে আমরা সাফল্য পেতে সামনে এগিয়ে যেতে চাই।’

আরসি-০৪