সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০২২
০৬:৫৮ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৭, ২০২২
০৬:৫৮ পূর্বাহ্ন
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীকে দেশটির একজন পার্লামেন্ট সদস্য (এমপি) চিঠি পাঠানোর পর তা আবার প্রত্যাহার করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বুধবার সাংবাদিকদের ওই চিঠি প্রত্যাহারের কথা জানান। তবে তিনি ওই এমপির নাম প্রকাশ করেননি।
জার্মানি ও ফ্রান্স সফরের উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা ছাড়ছেন।
বাংলাদেশ পরিস্থিতি উদ্বেগ জানিয়ে ইউরোপীয় পার্লামেন্টের একজন সদস্য (এমইপি) সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতিবিষয়ক হাইরিপ্রেজেন্টেটিভকে চিঠি দিয়েছিলেন।
সরকারের অবস্থান তুলে ধরতে বাংলাদেশের রাষ্ট্রদূত ওই এমইপির সঙ্গে দেখা করেছেন কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, এ বিষয়টি তাঁর জানা নেই।
এরপর পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আরেকজন, সুইডিশ এক ভদ্রলোক, সংসদ সদস্য তুলেছিলেন (বাংলাদেশ প্রসঙ্গ)। তাঁর একজন ভোটার তাঁকে অসত্য তথ্য দিয়েছিলেন। তাঁদের পররাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি দিয়েছিলেন (সুইডিশ এমপি)। পরে আমরা আসল তথ্য দেওয়ার পরে তিনি পররাষ্ট্রমন্ত্রীকে লেখা সেই চিঠি প্রত্যাহার করেন। বলেছেন, তাঁর ভুল হয়েছে। এটুকু জানি। ’
র্যাবের ওপর নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে। যুক্তরাষ্ট্র ওই চিঠির জবাব দিয়েছে কি না জানতে চাইলে গতকাল পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমরা এ বিষয়ে কাজ করছি।’
আরসি-১০