এসএসসি ও এইচএসসি পরীক্ষা জুন-আগস্টের মধ্যে

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১৭, ২০২২
১১:৫০ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৭, ২০২২
১১:৫১ অপরাহ্ন



এসএসসি ও এইচএসসি পরীক্ষা জুন-আগস্টের মধ্যে

চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়ের বিষয়ে ধারণা দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সচিবালয়ে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ ধারণা দেন।

মন্ত্রী বলেন, ‘জুন থেকে আগস্টের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়ার চেষ্টা করব। সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে। কম বিষয়ে পরীক্ষা নেয়া হবে কি না, পরীক্ষার কাছাকাছি গিয়ে বলতে পারব।’

সরকারের ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর ১ ফেব্রুয়ারি এসএসসি এবং ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষার সূচি নির্ধারণ করা হয়। করোনাভাইরাস মহামারির মধ্যে ২০২০ সাল থেকে নির্ধারিত সময়ে এ পরীক্ষাগুলো নেয়া যায়নি।

করোনার কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। টানা দেড় বছর বন্ধ রাখার পর গত বছরের সেপ্টেম্বরে সব স্কুল-কলেজ খুলে দেয়া হয়। পরে ধাপে ধাপে খুলে যায় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোও।

করোনার নতুন ধরন ওমিক্রনের দাপটে গত ২১ জানুয়ারি ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয়। আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা আছে।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক স্কুল, কলেজ ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীরে পাঠদান শুরু হবে।

তিনি বলেন, ‘আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে পাঠদান শুরু করা হবে। শ্রেণিকক্ষে পাঠদান বন্ধের আগে যেসব ক্লাস হচ্ছিল, সেসব ক্লাস দিয়ে শুরু করা হবে।

‘দ্বিতীয় ডোজ টিকা যারা নিয়েছেন, তারাই শ্রেণিকক্ষে পাঠদান শুরু করতে পারবে। যারা দ্বিতীয় ডোজ টিকা নেয়নি, তারা অনলাইনে ও টিভিতে ক্লাস করবে। এখন পর্যন্ত মোট ১ কোটি ২৬ লাখ ৫৭ হাজার ২২২ জন শিক্ষার্থী প্রথম ডোজ এবং ৩৪ লাখ ৪০ হাজার ৪৪৮ জন শিক্ষার্থী দ্বিতীয় ডোজ টিকা নিয়েছে। আশা করছি ২১ ফেব্রুয়ারির মধ্যে সবার দ্বিতীয় ডোজ দেয়া শেষ হবে।’

মন্ত্রী বলেন, ‘যাদের টিকা নেয়া শেষ না হবে, তারা পূর্ণ ডোজ না নেয়া পর্যন্ত অনলাইনে বা টেলিভিশনে ক্লাস করবে। আর আমাদের বিশ্ববিদ্যালয়গুলো তারা তাদের নিজস্ব সময়সূচি ঠিক করে নেবেন, তবে ২২ ফেব্রুয়ারি থেকেই তারা তাদের ক্লাস শুরু করতে পারবেন। সকল ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

প্রাক-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদানের বিষয়ে আরও অপেক্ষা করতে হবে বলে জানান দীপু মনি।

তিনি বলেন, ‘প্রাথমিকের শিক্ষার্থীদের যেহেতু টিকা নেয়া হয়নি, আমাদের পরামর্শকরা যেটা বলেছেন যে, সংক্রমণ দ্রুত নামছে। এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশা করছেন।

‘২২ তারিখের পর থেকে ১০ দিন থেকে ২ সপ্তাহ পর আমরা আশা করছি প্রাথমিকের শিক্ষার্থীদেরও আমরা শ্রেণিকক্ষে নিয়ে আসতে পারব। এখনও যে অবস্থা আছে, তাতে ২২ তারিখে প্রাথমিককে শ্রেণিকক্ষে নিয়ে আসছি না। আমরা সপ্তাহ দুয়েক সর্বোচ্চ দেখব।’

আরসি-১১