হবিগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৭, ২০২২
১১:০৩ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৭, ২০২২
০১:২৯ অপরাহ্ন
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতর থেকে আছমা আক্তার নামের এক অন্তঃসত্বা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বনের লেবুবাগানের কাছ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত আছমা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার গৌকরন গ্রামের আলী মিয়ার মেয়ে। তিনি ৫ মাসের অন্তঃসত্বা ছিলেন।
পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে স্বামী তাকে সাতছড়িতে এনে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যেতে পারে। এ ঘটনার পর পুলিশ তার স্বামীকে আটক করেছে।
চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে আমাদের কাছে হস্তান্তর করেছে নাসিরনগর থানা পুলিশ। মামলা দায়েরের প্রস্ততি চলছে।
এসআরটি/আরসি-১২