র‌্যাব দিয়ে অপারেশন ক্লিন হার্ট চালিয়ে খালেদা ভুল করেছিলেন

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১৯, ২০২২
০১:৪৯ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৯, ২০২২
০১:৪৯ পূর্বাহ্ন



র‌্যাব দিয়ে অপারেশন ক্লিন হার্ট চালিয়ে খালেদা ভুল করেছিলেন
কাশ্মীর ও দক্ষিণ এশিয়ার রাজনীতি শীর্ষক সভায় জাফরুল্লাহ

এলিট ফোর্স ‘র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)’ দিয়ে ‘অপারেশন ক্লিন হার্ট’ চালিয়ে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভুল করেছিলেন বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ‘কাশ্মীর ও দক্ষিণ এশিয়ার রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ নামে একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে দুইটি ভুল করেছিলেন। একটি ছিল- র‌্যাব (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) দিয়ে ক্লিন হার্ট অপারেশন। আরেকটি ছিল- সালমানকে (সালমান এফ রহমান) দিয়ে ওষুধের দাম বাড়ানো।’

‘বিএনপি যদি ক্ষমতায় আসতে চায় তাহলে তাদের পরিস্কারভাবে বলতে হবে যে, তারা র‌্যাব বিলোপ করবে এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করবে। কারণ, এই দুইটা জিনিসের ভয়ে মানুষ মুখ খোলে না’- বলেন জাফরুল্লাহ চৌধুরী।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘প্রথমবার তিনি (শেখ হাসিনা) যখন ক্ষমতায় এসেছিলেন তখন নিয়ম ছিল সপ্তাহে একদিন যে কেউ তার সঙ্গে দেখা করতে পারবে। কিন্তু এখন তিনি সাধারণ মানুষ তো দূরের কথা দলের কারও সঙ্গে দেখা করেন না। অন্তরীণ হয়ে আছেন তিনি।’

সুষ্ঠু নির্বাচন করে শেখ হাসিনা ইতিহাসের অংশ হতে পারেন উল্লেখ করে তিনি বলেন, ‘আপনি ভয় পাবেন না, আপনার কিছু হবে না। শুধু একটা মামলা হবে, সেটা হলো অপচয়ের। আমি জানি না আপনি কোনো দুর্নীতি করেছেন কিনা। তবে এতটুকু বলব, খালেদা জিয়ার সঙ্গে যে অন্যায় হয়েছে, সেটা আপনার সঙ্গে হবে না। যদি হয়, তাহলে আমি আপনার পাশে দাঁড়াব।’

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্ব উপস্থিত আলোচনা সভায় বক্তব্য দেন- সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী, ব্যারিস্টার মেজর (অব) সরোয়ার, ভাসানী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, মুসলিম লীগের সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস সেক্রেটারি জাহাঙ্গীর আলম মিন্টুসহ অন্যরা।

আরসি-১১