প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু ২ মার্চ

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২১, ২০২২
০১:৫৫ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২১, ২০২২
০১:৫৫ পূর্বাহ্ন



প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু ২ মার্চ

অবশেষে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী ২ মার্চ থেকে বিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হবে।

মার্চের প্রথম দিন পবিত্র শবেমেরাজ হওয়ায় পরদিন থেকে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ২২ ফেব্রুয়ারি থেকে খোলার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ওই দিন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস শুরু হবে।

তবে দুই ডোজ টিকা নেওয়া ছাড়া শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিতে পারবে না বলে জানান শিক্ষামন্ত্রী। গত ১৭ ফেব্রুয়ারি এ ঘোষণা দেন তিনি।

আরসি-১০