বাতাসে পোড়া বইয়ের গন্ধ

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২৩, ২০২২
০৬:৪৯ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৩, ২০২২
০৬:৪৯ পূর্বাহ্ন



বাতাসে পোড়া বইয়ের গন্ধ

দোকানের তাকে সাজিয়ে রাখা বইগুলোর জায়গা হতো পড়ার টেবিলে। সেই বই এখন রাস্তায় ছড়িয়ে। কোনটা পুড়েছে, কোনটা আবার পানিতে ভিজে হয়েছে নষ্ট। শুধু তাই নয়, বইয়ের সঙ্গে পুড়েছে অনেকের স্বপ্ন, হয়েছে নিঃস্ব। সেই পোড়া বইয়ের গন্ধ এখন রাজধানীর নীলক্ষেত এলাকায় বাতাসে ভেসে বেড়াচ্ছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নীলক্ষেতের বাকুশা হকার্স মার্কেটের বইয়ের দোকানে লাগে আগুন।

মার্কেটের যে অংশে আগুন লাগে সেখানে রাস্তার দক্ষিণ পাশে কিছু খাবারের দোকান। আর পেছনের দিকে এবং মার্কেটের পশ্চিম অংশে সবই বইয়ের দোকান। কিছু খাতা-কলমের (স্টেশনারি) দোকানও আছে। এসব দোকানে ক্ষতির পরিমাণ বেশি।

বই দোকানি আজম বলেন, আমি খবর পেয়ে এখানে আসি। বন্ধ ছিল দোকান। আমার দোকানে ৮-১০ লাখ টাকার বই আছে। সেগুলো পুড়ে শেষ না ঠিক আছে কিছুই জানি না।

প্রত্যক্ষদর্শী আলমগীর মিয়া বলেন, হঠাৎ করে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস আসে। আগুন দেখে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান জানান, প্রাথমিকভাবে তারা ধারণা করছেন ৩০-৩৫টি দোকান পুড়তে পারে।

তিনি বলেন, আগুনের খবর পেয়ে পলাশীতে ফায়ার স্টেশন থেকে প্রথম ইউনিট আসে মাত্র তিন মিনিটে। আগুন নিয়ন্ত্রণে মোট ১০টি ইউনিট কাজ করে। এরপর ৮টা ৫০ মিনিটে সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

আরসি-০৭