খেলা ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২২
০৬:০৩ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২২, ২০২২
০৬:০৩ অপরাহ্ন
রাসেল ডমিঙ্গো এবং জেমি সিডন্সের মধ্যে ইগো সমস্যা তৈরি হবে কিনা তা নিয়ে দেশের ক্রিকেটে অনেক আলোচনা থাকলেও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলছেন, তারা একসাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কারণ যে কোনো ধরণের দূরত্ব দলের জন্য ভালো ফলাফল বয়ে আনবে না।
আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে বাংলাদেশ দলের সাথে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন সিডন্স। তামিম ইকবাল বলেন, 'রাসেল এবং জেমিসহ আমরা একটি দল।
রাসেল প্রধান কোচ হিসেবে দলের অংশ এবং জেমি এখানে ব্যাটিং কোচ হিসেবে রয়েছেন। আমি মনে করি না আমাদের এটাকে ভিন্নভাবে ভাবার বা দেখার দরকার আছে। '
গত বছরের ডিসেম্বরে ব্যাটিং পরামর্শক হিসেবে সিডন্সের নাম ঘোষণা করে বিসিবি। কিন্তু তিনি কোন জায়গায় কাজ করবেন তা নিয়ে আলোচনা চলছিল। চলতি মাসের শুরুতে সাবেক ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের হঠাৎ পদত্যাগে সিডন্সের ভবিষ্যৎ পরিষ্কার হয়ে যায়। জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পড়ে তার কাঁধে। আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের ব্যাটিং নিয়ে কাজ করতে দেখা গেছে সিডন্সকে।
গত রবিবার বাংলাদেশ দল চট্টগ্রামে পৌঁছালেও কোভিড পজিটিভ হওয়ায় সিডন্স দলের সঙ্গে যেতে পারেননি। টোকিও ২০২০ নির্দেশিকা অনুসারে, প্রথম পজিটিভ হওয়ার ১০ দিন পরে কোনো পরীক্ষা ছাড়াই আইসোলেশন থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই প্রথম ওয়ানডের আগে্ই তিনি দলের সাথে যোগ দিয়েছেন। এর আগে প্রিন্স পদত্যাগ করার পর ডমিঙ্গোকে নিয়ে গুজব ছড়িয়ে পড়েছিল। ছুটি শেষে বাংলাদেশে ফিরবেন কি-না তা স্পষ্ট ছিল না।
সব গুঞ্জন উড়িয়ে ডমিঙ্গো সময়মতোই বাংলাদেশে ফিরেছেন এবং গত রবিবার দলের সাথে চট্টগ্রামে যাওয়ার পর তাকে দারুন মেজাজে দেখা গেছে। তামিম বলেন, 'এই সেট আপে যারা আছেন, তারা বাংলাদেশ দল। ব্যবস্থাপনা বলুন, খেলোয়াড় বলুন, আমরা সবাই এক। এভাবেই আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। দূরত্ব থাকলে ভালো কিছু হবে না। আমরা ভালো খেলি বা খারাপ খেলি, আমরা একটা দল হিসেবে থাকব।’
আরসি-০৯