সাংবাদিক সাগর বিশ্বাস আর নেই

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২৩, ২০২২
০৭:৫৭ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৩, ২০২২
০৭:৫৭ পূর্বাহ্ন



সাংবাদিক সাগর বিশ্বাস আর নেই

ইংরেজি জাতীয় দৈনিক নিউ নেশনের নির্বাহী সম্পাদক সাগর বিশ্বাস আর নেই। তার বয়স হয়েছিল ৫৯ বছর। 

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বাসা থেকে অফিসে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়লে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নেওয়ার পর তার মৃত্যু হয়।

সাগর বিশ্বাসের মরদেহ মঙ্গলবার চট্টগ্রামে নিজ গ্রামে নেওয়া হয়। সেখানেই জানাজা শেষে তাকে দাফন করা হবে।

সাগর বিশ্বাস জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) এর স্থায়ী সদস্য। 

তার মৃত্যুতে গণমাধ্যমে পাঠানো পৃথক পৃথক বিবৃতিতে প্রেস ক্লাব, ডিআরইউ ও ক্র্যাবের নেতারা প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব এবং ক্র্যাব সভাপতি বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

আরসি-১০