সিলেটের সাবেক ডিআইজিকে তিন ও বাছিরকে আট বছরের কারাদণ্ড

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২৩, ২০২২
০৭:০৩ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৩, ২০২২
০৭:০৩ অপরাহ্ন



সিলেটের সাবেক ডিআইজিকে তিন ও বাছিরকে আট বছরের কারাদণ্ড

ঘুষ লেনদেনের অভিযোগে বরখাস্ত হওয়া বাংলাদেশ পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে ৩ বছর এবং দুদকের বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছিরকে ৮ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম বুধবার বেলা সাড়ে ১২টার দিকে আলোচিত মামলাটির এই রায় ঘোষণা করেন।

আদলতের রায়ে মিজানকে ৩ বছরের বিনাশ্রমে কারাদণ্ড দিলেও বাছিরকে একটি ধারায় ৩ বছর, আরেক ধারায় ৫ বছর সাজা দেয়া হয়েছে।

শুধু কারাভোগই নয়, সঙ্গে ৮০ লাখ টাকা জরিমানা করা হয়েছে বাছিরকে।

মিজান ও বাছিরের রায় ঘোষণার পর ডিভিশন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা। সেটির শুনানি হলেও তাৎক্ষনিকভাবে কোনো রায় দেননি বিচারক।

আদালতে আসামি পক্ষের হয়ে শুনানি করেন এহসানুল হক সমাজী ও আবুল হাসেম ভূঁইয়া। আর তাদের বিপক্ষে ডিভিশন বাতিল চেয়ে শুনানি করেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

রায় শোনার সময় ডিআইজি মিজানকে হাসিখুশি দেখালেও দুদকের বাছিরকে বেশ বিমর্ষ দেখাচ্ছিলো। মিজানের পক্ষে আইনজীবী আবুল হাসেম বলেন, ‘চার বছর ধরে মিজান কারাগারে আছেন। তাই তার সাজা স্বাভাবিকভাবে আর নেই। সাজা খাটা শেষ হয়েছে।’

তবে আসামিদের পক্ষে আইনজীবী এহসানুল হক সমাজী, আবুল হাসেম ভূঁইয়া ও গোলাম মহিউদ্দিন প্রিন্স জানান, তারা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগে ২০২০ সালের ১৯ জানুয়ারি দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্লাহ আদালতের সংশ্লিষ্ট শাখায় মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। এরপর ওই বছরের ৯ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন আদালত। একই বছরের ১৮ মার্চ মামলার চার্জ (অভিযোগ) গঠনের আদেশ দেন আদালত। ওই বছরের ১৯ আগস্ট মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ২০২১ সালের ২৩ ডিসেম্বর এ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলায় চার্জশিটভুক্ত ১৭ জনের মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।

গত ৩ জানুয়ারী আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেন মিজানুর রহমান এবং এনামুল বাছির। পরে ১২ জানুয়ারি আসামিরা তাদের লিখিত বক্তব্যও জমা দেন।

এরপর ১০ ফেব্রুয়ারি আসামি ও দুদকের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেন। পরে আদালত আজ বুধবার রায়ের জন্য তারিখ দেয়।

আরসি-১২