সুপারিশের ১০ নাম নিয়ে বঙ্গভবনে অনুসন্ধান কমিটি

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২৫, ২০২২
০১:২২ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২২
০১:২২ পূর্বাহ্ন



সুপারিশের ১০ নাম নিয়ে বঙ্গভবনে অনুসন্ধান কমিটি

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারের নাম সুপারিশ করতে শেষ কার্যদিবসে ১০ নাম নিয়ে বঙ্গভবনে এসেছে অনুসন্ধান কমিটি।

আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বঙ্গভবনে প্রবেশ করেন অনুসন্ধান কমিটির সদস্যরা।

এখন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে দেখা করে চূড়ান্ত ১০ নামের তালিকা ও বৃত্তান্ত হস্তান্তর করবেন তারা। সেখান থেকেই প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।

জানা গেছে, সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান বাদে অন্য সদস্যরা বঙ্গভবনে গেছেন। অসুস্থতার কারণে তিনি যাননি।

গত মঙ্গলবার নিজেদের শেষ বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার মিলিয়ে পাঁচটি পদের বিপরীতে ১০টি নাম চূড়ান্ত করেছে অনুসন্ধান কমিটি। এই ১০ নাম প্রকাশ না করলেও কমিটি সূত্রে জানা গেছে, একজন সংখ্যালঘু সম্প্রদায় ও একজন নারী প্রতিনিধির নাম রয়েছে এর মধ্যে।

আরসি-১১