এনইইউবিতে ক্যারিয়ার বিষয়ক ওয়েবিনার আজ

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২৬, ২০২২
০৫:০৩ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২২
০৫:০৩ পূর্বাহ্ন



এনইইউবিতে ক্যারিয়ার বিষয়ক ওয়েবিনার আজ

সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইইউবি) ব্যাংকিং ও ফিনান্সিয়াল সার্ভিসেস ক্যারিয়ার বিষয়ক ওয়েবিনার আয়োজন করা হয়েছে। 

এনইইউবি বিজনেস ক্লাবের তত্বাবধানে অনুষ্ঠিতব্য ‘ক্যারিয়ার ইন ব্যাংকিং ও ফিনান্সিয়াল সার্ভিসেস’ শীর্ষক অনলাইন সেমিনার আজ শনিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।

ওয়েবিনারে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আঞ্চলিক প্রধান আমিনুল হক চৌধুরী। 

এছাড়াও উক্ত প্রোগ্রামে উপস্থিত থাকবেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক মো. তানভীর আহমেদ চৌধুরী, বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ফাতেমা রশিদ সাবা এবং বিজনেস ক্লাবের উপদেষ্টা সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমানসহ বিভাগের সব শিক্ষক মণ্ডলী। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক শামীম আল আজিজ লেলিন।

ওয়েবিনারে আমন্ত্রিত অতিথি শিক্ষার্থীদের সঙ্গে ব্যাংকিং ও ফিনান্সিয়াল সার্ভিসেস ক্যারিয়ারের বিবিধ বিষয় নিয়ে আলোচনা করবেন। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, বিবিএ ও এমবিএ ডিগ্রীধারী শিক্ষার্থীরা কিভাবে ব্যাংকিং ক্যারিয়ে যোগদান করতে পারেন, সেখানে কিভাবে নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়, এই সেক্টরে প্রবেশের জন্য কি কি প্রস্তুতির প্রয়োজন এবং ব্যাংকিং ক্যারিয়ারে সফলতার জন্য কী কী করণীয় ইত্যাদি বিষয়।

আরসি-০১