হবিগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৭, ২০২২
০৯:৩৭ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৭, ২০২২
০৯:৩৭ পূর্বাহ্ন
শায়েস্তাগঞ্জে ট্রাকের চাপায় আনোয়ার হোসেন (১৮) নামে শ্রমিক নিহত হয়েছেন। এতে আরও ৩ জন আহত হয়েছেন। নিহত আনোয়ার মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার আদিপুর গ্রামের বাসির আলীর পুত্র।
রবিবার (২৭ ফেব্রুয়ারি ) সকাল ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। বিষযটি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনুল হক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক বিদ্যুতের খুটি বহন কাজে নিয়োজিত শ্রমিককে চাপা দেয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও তিনজন আহত হয়। তাৎক্ষনিক তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন।
এস আর/বি এন-১৩