হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন

হবিগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ২৭, ২০২২
০৫:৪২ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৭, ২০২২
০৫:৪২ অপরাহ্ন



হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) অস্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির অস্থায়ী ক্যাম্পাসটি উদ্বোধন করেন।

অস্থায়ী ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল বাসেত, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন অনুষদের অধ্যাপক ড. মো. কামরুল হাসান, উদ্ভিদ রোগবিদ্যা ও বীজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম সোহাগ এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. তরিকুল ইসলাম।  

কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের ভাদৈ এলাকায় একটি ভবন ভাড়া নিয়ে অস্থায়ী ক্যাম্পাস চালু করা হয়েছে। ২০২১-২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে । 

এস আর/বি এন-১৪