প্রতিটি নির্বাচনই চ্যালেঞ্জ, ভয় পেলে চলবে না : শপথ নিয়ে নতুন সিইসি

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২৮, ২০২২
০৩:৩২ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৮, ২০২২
০৩:৩২ পূর্বাহ্ন



প্রতিটি নির্বাচনই চ্যালেঞ্জ, ভয় পেলে চলবে না : শপথ নিয়ে নতুন সিইসি

নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘প্রতিটি নির্বাচন একটি চ্যালেঞ্জ। কিন্তু কোনো চ্যালেঞ্জ ভয় পেলে চলবে না।’ দায়িত্ব নেওয়ার পর বোঝা যাবে চ্যালেঞ্জ আছে কি না মন্তব্য করে তিনি বলেন, ‘তখন চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করতে হবে, সেই লক্ষ্যে দৃষ্টিভঙ্গি, কর্মপদ্ধতি এবং কৌশল নিরূপণ করা হবে।

আজ রবিবার (২৭ ফেব্রুয়ারি) সিইসি হিসেবে শপথ নেওয়ার পর কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের এসব কথা বলেন।

বিকেল সাড়ে চারটার পর বাংলাদেশ সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে শপথ নেন সিইসি কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার। তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। প্রথমে শপথ নেন কাজী হাবিবুল আউয়াল। এরপর কমিশনার হিসেবে শপথ নেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।

তিনি বলেন, শপথ গ্রহণ করার পরেই কিন্তু আমরা পদে অধিষ্ঠিত হয়ে থাকি। এই মুহূর্তে আমরা প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার। আমাদের ওপর দায়িত্ব আরোপিত হয়ে গেছে। তারপরও আরেকটা সত্য যে এখনও আমরা কর্মস্থলে গিয়ে দায়িত্ব নেইনি। আগামীকাল যাবো। তারপর আমাদের সহকর্মীদের নিয়ে আলাপ আলোচনা করবো। সংবিধান অনুযায়ী আমাদের ওপর কী কী দায়িত্ব আরোপিত হয়েছে, সেগুলো জানবো। ভবিষ্যতে সে দায়িত্ব কিভাবে পালনে করবো ঠিক এখন বলতে পারবো না। আগামীতে আমরা আরও জেনে বলতে পারবো।

ভোটারদের আস্থা ফিরাতে কী করবেন তা জানতে চাইলে সিইসি বলেন, এই মুহূর্তে আমি আর বেশি কিছু বলবো না। গতকালই আমি বেশ কিছু কথা বলে ফেলেছি। নতুন করে আমার আর কোনও বক্তব্য নেই। নতুন যে বক্তব্য দেবো তা আমার যে সহকর্মী আছে তাদের সঙ্গে বসে ঐকমত্য পোষণ করে সিদ্ধান্ত নেবো, তখন আমরা আপনাদের সঙ্গে মত বিনিময় করতে পারবো।

শপথের পর নতুন সিইসি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘শুধু নির্বাচন কমিশনই নির্বাচন করে না। নির্বাচন একটি বিশাল কর্মযজ্ঞ। এর সঙ্গে অনেকেই জড়িত। সব অংশীজন যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে তাদের (নির্বাচন কমিশন) প্রধান দায়িত্ব হবে এই সহযোগিতা আদায় করে নেওয়া।’

সিইসি আরও বলেন, ‘আমরা অত্যন্ত আশাবাদী, যেসব সহকর্মী পেয়েছি, তাঁদের ওপর আস্থা আছে। আগামী যে নির্বাচন, তাতে সর্বোচ্চ যেটা দেওয়া সম্ভব, তা দেওয়ার চেষ্টা করব।’


এএফ/০১