জাবির রুটিন উপাচার্য অধ্যাপক নুরুল আলম

সিলেট মিরর ডেস্ক


মার্চ ০২, ২০২২
০২:২২ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০২, ২০২২
০২:২২ পূর্বাহ্ন



জাবির রুটিন উপাচার্য অধ্যাপক নুরুল আলম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য অধ্যাপক নুরুল আলমকে রুটিন উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (০১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মাহমুদুল আলম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপ্তিতে উল্লেখ করা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরবর্তী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক নুরুল আলমকে নিজ দায়িত্বের অতিরিক্ত উপাচার্যের দৈনন্দিন রুটিন দায়িত্ব প্রদান করা হলো।

এ বিষয়ে অধ্যাপক নুরুল আলম ঢাকা পোস্টকে বলেন, বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণায় এগিয়ে নিতে চাই। আশা করবো বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।

এর আগে ২০১৪ সালের ২ মার্চ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্য প্রথম নারী উপাচার্য হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান অধ্যাপক ফারজানা ইসলাম। পরবর্তীতে দ্বিতীয় মেয়াদে আবারো উপাচার্যের দায়িত্ব দেওয়া হয় তাকে। যার মেয়াদ আগামীকাল ২ মার্চ শেষ হবে।

আরসি-০২