চুনারুঘাটে জাতীয় ভোটার দিবস পালন

চুনারুঘাট সংবাদদাতা


মার্চ ০২, ২০২২
০৪:৫৭ অপরাহ্ন


আপডেট : মার্চ ০২, ২০২২
০৪:৫৭ অপরাহ্ন



চুনারুঘাটে জাতীয় ভোটার দিবস পালন

 ‘মুজিব বর্ষের অঙ্গিকার, রক্ষা করব ভোটাধিকার’ এই প্রতিপাদ্যে চুনারুঘাটে ৪র্থ জাতীয় ভোটার দিবস-২০২২ পালন করা হয়েছে।

বুধবার (২ মার্চ) বাংলাদেশ নির্বাচন কমিশন চুনারুঘাট উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা। আলোচনা সভায় চুনারুঘাটের সহকারি কমিশনার (ভূমি) মিল্টন পালের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার দ্বিপক কুমার রায়ের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।

বিশেষ অতিথি ছিলেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, উপজেলা সমাজ সেবা অফিসার বারীন্দ্র চন্দ্র রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ রানা, সমবায় অফিসার জিল্লুর রহমান খাঁন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, বিশিষ্ট ব্যবসায়ী প্রনয় পাল, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ অনেকই।

বক্তারা বলেন, ভোটার হওয়া আমাদের অধিকার। ১৮ বছর হওয়া মাত্রই সকলের ভোটার হওয়া উচিত। ভোটার হওয়ার মাধ্যমে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করা যায়। আমরা ভোটাধিকার রক্ষার জন্য দায়িত্ব পালন করছি। বাংলাদেশ সরকার ভোটাধিকার রক্ষায় নানান কর্মসূচি গ্রহণ করেছেন। জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।


এম এস/বি এন-০৯