হবিগঞ্জ প্রতিনিধি
মার্চ ০২, ২০২২
০৯:২১ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০২, ২০২২
০৯:২১ পূর্বাহ্ন
হবিগঞ্জ সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের লস্করপুরের একটি পুকুর থেকে আব্দুল আলী (৪০) নামে এক দিন মজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আব্দুল আলী বাহুবল উপজেলার ওদৗলতপুর গ্রামের আব্দুল গফুরের পুত্র।
বুধবার (২ মার্চ) সকালে লাশটি উদ্ধার করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুক আলী জানান, ঢাকা-সিলেট মহাসড়কের লস্করপুরের একটি পুকুর থেকে আব্দুল আলী (৪০) নামে এক দিন মজুরের লাশ উদ্ধার করা হয়েছে ।
লাশ উদ্ধার করে ময়নাদতন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
এস আর/বি এন-১৫