টাইগারদের নতুন পেস বোলিং কোচ ডোনাল্ড

খেলা ডেস্ক


মার্চ ০৪, ২০২২
১১:৪৭ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৪, ২০২২
১১:৪৭ পূর্বাহ্ন



টাইগারদের নতুন পেস বোলিং কোচ ডোনাল্ড

বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ হচ্ছেন সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার অ্যালান ডোনাল্ড। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে কাজ শুরু করবেন সাবেক এই তারকা পেসার।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ডোনাল্ডের সঙ্গে চুক্তি সেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

শুক্রবার (৪ মার্চ) সন্ধ্যায় মুঠোফোনে জালাল ইউনুস বলেন, ‘আমরা অ্যালান ডোনাল্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নিয়োগ দিয়েছি। দক্ষিণ আফ্রিকা সিরিজে তিনি কাজ শুরু করবেন।’

ওটিস গিবসনের স্থলাভিষিক্ত হচ্ছেন অ্যালান ডোনাল্ড। বছরের শুরুতে নিউ জিল্যান্ড সফরের পর আর চুক্তি নবায়ন করেননি গিবসন।

ডোনাল্ড এর আগে ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, পাকিস্তান এবং নিজ দেশ দক্ষিণ আফ্রিকার কোচিং প্যানেলে ছিলেন। ইংলিশ কাউন্টি ক্রিকেটে কোচিংয়ের অভিজ্ঞতাও আছে।

অ্যালান ডোনাল্ডের ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ১৯৯২ থেকে ২০০২ পর্যন্ত তিনি টেস্ট ও ওয়ানডে খেলেন সমানতালে। ৭২ টেস্টে ৩৩০ উইকেট ও ১৬৪ ওয়ানডেতে ২৭২ উইকেট পেয়েছেন। প্রথম শ্রেণিতে ডোনাল্ড ৩১৬ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ১ হাজার ২১৬টি।

আরসি-১০