টি টোয়েন্টি ক্রিকেটে ‍মুশফিকের শততম ম্যাচ আজ, জয়ের খোঁজে বাংলাদেশ

খেলা ডেস্ক


মার্চ ০৫, ২০২২
০১:৫৬ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৫, ২০২২
০১:৫৬ পূর্বাহ্ন



টি টোয়েন্টি ক্রিকেটে ‍মুশফিকের শততম ম্যাচ আজ, জয়ের খোঁজে বাংলাদেশ

আগেরদিন নেটে সতীর্থ শরিফুল ইসলামের বল খেলতে গিয়ে ডান গাতে বুড়ো আঙুলের চোটে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে যান মুশফিকুর রহিম। গত ৩ মার্চ মাঠে নামলেই ১০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা হয়ে যেতো তার। সে অপেক্ষে বেড়েছে। সব ঠিক থাকলে আজ (শনিবার) দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এ স্বাদ পেয়ে যাবেন তিনি।

কুড়ি ওভারের ফরম্যাটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১১৪ ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৯৯ ম্যাচ নিয়ে মুশফিক আছেন দ্বিতীয় অবস্থানে। আজই সেঞ্চুরির কোটা পূর্ণ করার কথা তার। মুশফিকের মাইলফলক ছোঁয়ার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের খোঁজে লাল-সবুজের প্রতিনিধিরা। মিরপুরে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ ৬১ রানের বড় ব্যবধানে জিতে আত্মবিশ্বাসী টাইগাররা। দ্বিতীয় ম্যাচ জিতলে যেমন সিরিজ জয় নিশ্চিত হবে, তেমনি আফগানদের টপকে র‍্যাঙ্কিংয়ের ৮ নম্বরে উঠে যাবে বাংলাদেশ দল।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তান মাঠের লড়াই শুরু হবে দুপুর ৩টায়। টেলিভিশনে সরাসরি দেখা যাবে টি স্পোর্টস আর গাজি টিভিতে। এ ম্যাচ শুরুর আগে সদ্য প্রয়াত দুই কিংবদন্তি রডনি মার্শ আর শেন ওয়ার্নকে স্মরণ করে ১ মিনিটের নীরবতা পালন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

টি-টোয়েন্টিতে দুই দলের মুখোমুখি দেখায় শেষ দুইবার বাংলাদেশ জিতলেও পরিসংখ্যানে এগিয়ে আফগানিস্তান। ৭ ম্যাচে ৩ হারের বিপরীতে ৪ জয় তাদের। বাংলাদেশের সামনে সুযোগ জয়-পরাজয়ের সংখ্যা সমান করার।

এ ম্যাচে টাইগার শিবিরে পরিবর্তন আসতে পারে একটি। নাঈম শেখের জায়গা নিতে পারেন চোট কাটিয়ে ফেরা মুশফিকুর রহিম। সূত্রের খবর, সে ক্ষেত্রে মুনিম শাহরিয়ারের সঙ্গে ওপেনিং দেখা যেতে পারে সাকিব আল।হাসানকে। তিনে লিটন দাস, চারে মুশফিক। ব্যাটিং অর্ডারের বাকি জায়গাগুলো অপরিবর্তিত।

আফগানিস্তানকে এ ম্যাচ হারিয়ে সিরিজ জিতলে প্রথমবারের মতো তাদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ দল।

এক নজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ :

মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও নাসুম আহমেদ।

আরএম-০৫