নিজস্ব প্রতিবেদক
মার্চ ০৬, ২০২২
০৩:২৩ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৬, ২০২২
০৩:২৩ পূর্বাহ্ন
হাসপাতালে আবুল মাল আবদুল মুহিত। -পুরনো ছবি
সাবেক অর্থমন্ত্রী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ আবুল মাল আবদুল মুহিত ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ শনিবার (৫ মার্চ) সন্ধ্যায় আবুল মাল আবদুল মুহিত এর ছোটভাই পল্লী শিশু ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান এ এস এ মুয়িজ সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
গত কয়েকদিন যাবত তিনি রাজধানীর বনানীর বাসায় শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েন। মুখ দিয়ে কোনো খাবার নিতে পারছেন না তিনি। যে কারনে তাঁর শারীরিক অবস্থা অবনতিশীল হওয়ায় আজ সকাল সাড়ে ১১টায় এ এম এ মুহিতকে ঢাকা গ্রীন রোডস্থ 'গ্রীন লাইফ' হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে তিনি করোনাক্রান্ত হলে ২০২১ সালের ২৯ জুলাই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ ভর্তি করা হয়। পরে তিনি সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থেকে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরেন। তখন থেকে শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েন তিনি।
এএফ/০৬