খেলা ডেস্ক
মার্চ ০৫, ২০২২
০৬:২০ অপরাহ্ন
আপডেট : মার্চ ০৫, ২০২২
০৬:২০ অপরাহ্ন
রায়ান কুকের বিদায়ের পর বাংলাদেশ জাতীয় দলের খণ্ডকালীন ফিল্ডিং কোচের দায়িত্ব সামলেছেন মিজানুর রহমান বাবুল ও রাজিন সালেহ। এবার পূর্ণ মেয়াদে ফিল্ডিং কোচের পদে বসলেন শেন ম্যাকডারমট।
অস্ট্রেলিয়ান এই কোচ ২০২৩ সালের শেষভাগ পর্যন্ত টাইগারদের ফিল্ডিং কোচের দায়িত্ব সামলাবেন। শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ দলের আগামী দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন ম্যাকডারমট। ৪১ বছর বয়সী এই কোচ আগেও কাজ করেছেন বাংলাদেশ দলে।
জাতীয় একাডেমির প্রধান কোচ, জাতীয় দলের ফিল্ডিং কোচ ও হাই পারফরম্যান্স ইউনিটের ফিটনেস কো-অর্ডিনেটর হিসেবে ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশে কাটিয়েছেন তিনি।
শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতাও আছে ম্যাকডারমটের। স্বল্পমেয়াদী দায়িত্বে ফিল্ডিং কোচ ছিলেন অস্ট্রেলিয়া দলেরও। এছাড়া শ্রীলঙ্কার ‘এ’ দলেও কাজ করেছেন এই অজি।
আরসি-০৯