‘মনে হচ্ছে সূর্যটা চিরদিনের জন্য মেঘের আড়ালে হারিয়ে গেল’

খেলা ডেস্ক


মার্চ ০৭, ২০২২
০১:০৮ অপরাহ্ন


আপডেট : মার্চ ০৭, ২০২২
০১:০৮ অপরাহ্ন



‘মনে হচ্ছে সূর্যটা চিরদিনের জন্য মেঘের আড়ালে হারিয়ে গেল’

শেন ওয়ার্নের সঙ্গে তাঁর দীর্ঘদিনের বান্ধবী এলিজাবেথ হার্লি।

এলিজাবেথ হার্লি। শেন ওয়ার্নের দীর্ঘদিনের বান্ধবী। ছিলেন এক ছাদের নিচে অনেকদিন। যদিও দু’জনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে অনেক আগে। তবে, মাত্র ৫২ বছর বয়সে হঠাৎ শেন ওয়ার্নের এই প্রস্তানে দারুণ শোকাগ্রস্থ হার্লি।

সাবেক বাগদত্তার মৃত্যুতে অন্তরের গভীর থেকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন এলিজাবেথ হার্লি। নিজের টুইটার এবং ইনস্টাগ্রাম হ্যান্ডলে দু’জনের একসঙ্গে বেশি কিছু ছবি পোস্ট করে চলেছেন হার্লি। শেন ওয়ার্নকে ‘ভালোবাসার সিংহ হৃদয়‘ বলে অভিহিত করছেন এসব পোস্টে।

জনপ্রিয় এই মডেল এবং অভিনেত্রী এসব পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘আমার মনে হচ্ছে সূর্যটা মেঘের আড়ালে চিরদিনের জন্য হারিয়ে গেছে।’

২০১১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত এই দু’জন একসাথে ছিলেন। তাদের দু’জনের সম্পর্ক সব সময়ই মিডিয়ার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকতো।

যখন শেন ওয়ার্নের সম্পর্ক তৈরি হয় তখন এলিজাবেথ হার্লির ছেলে ডেমিয়েন হার্লির বয়স ছিল ৯ বছর। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আমার বেড়ে ওঠার বয়সটাতেই তাকে আমি পিতাসূলভ ভূমিকায় পেয়েছিলাম। তার মৃত্যুতে আমার হৃদয়টাই যেন ভেঙে গেছে।’

ডেমিয়েন হার্লির মায়ের সঙ্গে শেন ওয়ার্নের ছাড়াছাড়ি হয়ে যায় ২০১৩ সালে। গত বৃহস্পতিবার হঠাৎই থাইল্যান্ডে নিজের ভিলায় মৃত অবস্থায় পাওয়া যায় ওয়ার্নকে। ধারণা করা হচ্ছে, তিনি হার্ট অ্যাটাক করেছিলেন।


এএফ/০২