আইসিসির সেরা দশে সিলেটের নাসুম

খেলা ডেস্ক


মার্চ ০৯, ২০২২
১২:৫৬ অপরাহ্ন


আপডেট : মার্চ ০৯, ২০২২
১২:৫৬ অপরাহ্ন



আইসিসির সেরা দশে সিলেটের নাসুম

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দারুণ পারফর্ম করেছিলেন নাসুম আহমেদ। সেই সুবাদে ম্যাচ সেরার পুরস্কারটাও উঠেছিল তার হাতে। সপ্তাহ ঘুরতে আরও একটা পুরস্কার পেয়েছেন নাসুম। আইসিসির সদ্যপ্রকাশিত র‍্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টি বোলারদের বিভাগে দশম স্থানে উঠেছেন বাঁহাতি এই স্পিনার। আইসিসি র‍্যাঙ্কিংয়ে নাসুমের ক্যারিয়ার সেরা অবস্থান এটি।

আজ বুধবার (৯ মার্চ) র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালানাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। সেখানে বাংলাদেশ-আফগান সিরিজ তো বটেই, বিবেচনায় আনা হয়েছে ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট ও পাকিস্তান-অস্ট্রেলিয়া প্রথম টেস্টও। 

সেই র‍্যাঙ্কিংয়েই জানা গেছে, টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে উঠে এসেছেন নাসুম। গেল সপ্তাহে তার অবস্থান ছিল ২৭। এরপর আফগান সিরিজের প্রথম ম্যাচে দারুণ বোলিং করেন তিনি। একাই ধসিয়ে দেন আফগানদের টপ অর্ডার, ১০ রানে তুলে নেন সফরকারীদের ১০ উইকেট। তার সুবাদেই ১৭ ধাপ উন্নতি হয়েছে তার। ৬৩৭ রেটিং পয়েন্ট নিয়ে উঠে এসেছেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে।

তবে নাসুমের ১৭ ধাপ উন্নতিই অবশ্য চলতি সপ্তাহে বাংলাদেশি খেলোয়াড়দের সর্বোচ্চ নয়। ২৬ ধাপ লাফ দিয়ে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন লিটন দাস। প্রথম টি-টোয়েন্টিতে তিনি খেলেছিলেন ৪৪ বলে ৬০ রানের একটি ইনিংস। সেই ইনিংস তাকে ২৬ ধাপ এগিয়ে দিয়ে এনেছে ৪৯তম অবস্থানে। এর আগের সপ্তাহে টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তার অবস্থান ছিল ৭৫তম স্থানে।

বোলারদের মধ্যে নাসুম ছাড়াও উন্নতি হয়েছে শেখ মেহেদি হাসানের। দুই ম্যাচে ১ উইকেট পেয়ে এক ধাপ এগিয়েছেন তিনি, উঠে এসেছেন ১৩তম অবস্থানে। মুস্তাফিজ এক ধাপ এগিয়ে আছেন ২১তম অবস্থানে।

আফগানদের বিপক্ষে পারফর্ম্যান্সে পিছিয়েছেন নাঈম শেখ। দুই ম্যাচে ১৫ রান করে দুই ধাপ পিছিয়ে ২৭তম অবস্থানে নেমে গেছেন তিনি। অবনতি হয়েছে সাকিব আল হাসানেরও। দুই ম্যাচের পারফর্ম্যান্সের পর তিনি বোলিং র‍্যাঙ্কিংয়ে নেমে গেছেন ৪ ধাপ, আছেন ১৯তম অবস্থানে।

তবে অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়ে তার জায়গায় নড়চড় হয়নি। তিনি আছেন দুইয়ে। আর আগের মতোই শীর্ষে আছেন মোহাম্মদ নবী। 


এএফ/০৩