মাধবপুর প্রতিনিধি
মার্চ ১০, ২০২২
০৯:৪৫ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১০, ২০২২
০৯:৪৫ পূর্বাহ্ন
হবিগঞ্জের মাধবপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ‘মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বৃহস্পতিবার (১০ মার্চ ) সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের নেতৃত্বে বঙ্গবন্ধু মোড়াল এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
পরে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আযোজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- প্রাণী সম্পদ কর্মকর্তা মিলন মিয়া, সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী তাপস, সাংবাদিক আয়ুব খান ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মনোতোষ মল্লিক ,দুর্যোগ ব্যবস্হাপনা অফিসের মো. মুসলিম উদ্দিন প্রমুখ।
ও এম/বি এন-১৪