দুর্ভিক্ষের পদধ্বনি শুনছি : জাফরুল্লাহ

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১৩, ২০২২
০৩:৫৬ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৩, ২০২২
০৩:৫৬ পূর্বাহ্ন



দুর্ভিক্ষের পদধ্বনি শুনছি : জাফরুল্লাহ

আগামী ২৮ মার্চের হরতালে আইনজীবীদের আদালতের কার্যক্রমে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ২৮ মার্চের হরতালে আধাবেলা আইনজীবীরা কোর্ট না-ই বা করলেন।

তিনি আরও বলেন, দেশে দুর্ভিক্ষের কাছাকাছি অবস্থা। চুয়াত্তরের মতো দেশে আবারও দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে।

দেশে অনাহারে মানুষ মারা যাচ্ছে না ঠিকই কিন্তু অর্ধাহার ও অপুষ্টিতে মারা যাচ্ছে।

আজ শনিবার (১২ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত মওদুদ আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ আহ্বান জানান। ব্যারিস্টার মওদুদ আহমদ স্মৃতি পরিষদ স্মরণসভার আয়োজক।

মওদুদ আহমদের স্ত্রী হাসনা মওদুদ বলেন, 'তিনি (মওদুদ) করোনায় মারা যাননি। তাঁর অসুখ ধরা যায়নি। আমি শুনেছি, তাঁকে মেরে ফেলা হয়েছে। আমাকেও হয়তো কেউ মেরে ফেলবে। '

মওদুদ আহমদের দল বদলের কথা উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, 'দল বদল করলে অসুবিধা কী? এই দল বদল সুবিধাবাদীদের দলে নাকি জনগণের দলে সেটাই মূল বিষয়। '

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, 'মওদুদ যে দলেই থাকেন না কেন, তাঁর একটা উদার রাজনৈতিক গণতান্ত্রিক চেতনা ছিল। '

এ সময় আরো বক্তব্য দেন অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আবদুল মতিন, ব্যারিস্টার আমির-উল হক, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, সংগীত ব্যক্তিত্ব মুস্তাফা জামান আব্বাসী প্রমুখ।

আরসি-১৭