বিমানে জ্ঞান হারালেন পররাষ্ট্রমন্ত্রী

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১৪, ২০২২
০৫:৩০ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৪, ২০২২
০৫:৩০ পূর্বাহ্ন



বিমানে জ্ঞান হারালেন পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কের ইস্তাম্বুল থেকে ঢাকা ফেরার পথে বিমানে জ্ঞান হারিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বিমানে প্রাথমিক চিকিৎসার পর রবিবার (১৩ মার্চ) বেলা ৩টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই তাকে নেয়া হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)।

পররাষ্ট্রমন্ত্রীর এপিএস এমদাদ হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘স্যার অসুস্থ হয়ে পড়েছিলেন। এখন তিনি ভালো আছেন। কোনো ঝুঁকির কিছু নেই। তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন।’

মন্ত্রীর স্বজনরা জানান, তুরস্কে ঠান্ডা ছিল আর দুবাইয়ের তাপমাত্রা ছিল বেশি। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পথে তার ঘুম হয়নি। ঢাকা ফেরার সময় টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি অজ্ঞান হয়ে পড়েন।

প্রাথমিক চিকিৎসার পর তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয় বলে জানান তারা।

পারিবারিক সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সংযুক্ত আরব আমিরাত গিয়েছিলেন এ কে আব্দুল মোমেন। সেখান থেকে বৈঠকে যোগ দিতে শুক্রবার আঙ্কারায় যান তিনি। বৈঠক শেষে ঢাকার পথে রওনা হন মন্ত্রী।

আরসি-০১