সিলেট মিরর ডেস্ক
মার্চ ১৪, ২০২২
০৫:৫৮ অপরাহ্ন
আপডেট : মার্চ ১৪, ২০২২
০৫:৫৮ অপরাহ্ন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদ্য চাকরিচ্যুত উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনের চাকরি ফেরত চেয়ে রিটের শুনানি মঙ্গলবার (১৫ মার্চ) হওয়ার কথা রয়েছে।
সোমবার (১৪ মার্চ) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। শরীফ উদ্দিনের পক্ষে ব্যারিস্টার মিয়া মোহাম্মদ ইশতিয়াক রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন।
জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি কোনো ধরনের কারণ দর্শানো নোটিশ ছাড়াই প্রজ্ঞাপন জারি করে দুদক কর্মচারী চাকরি বিধিমালা ২০০৮-এর ৫৪(২) ধারায় শরীফকে অপসারণ করে কমিশন। গত ২৭ ফেব্রুয়ারি চাকরি ফেরত চেয়ে কমিশনের চেয়ারম্যানের কাছে আবেদনপত্র জমা দেন শরীফ। আবেদন জমা দেওয়ার পর কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস না পেয়ে অবশেষে চাকরি ফেরত চেয়ে উচ্চ আদালতের শরণাপন্ন হন দুদকের সাবেক এ কর্মকর্তা।
জানা গেছে, শরীফ উদ্দিনকে কোনোরূপ আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে অপসারণের বিষয়ে নিরপেক্ষ তদন্ত চেয়ে ১০ আইনজীবীর করা রিটটি আদেশের দিন ধার্য করা হয়েছে ১৫ মার্চ। ১০ মার্চ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। ২৩ ফেব্রুয়ারি ১০ আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির রিট আবেদনটি করেন।
রিট আবেদনকারী অন্য নয় আইনজীবী হলেন রেজওয়ানা ফেরদৌস, জামিলুর রহমান খান, উত্তম কুমার বণিক, মোস্তাফিজুর রহমান, মো. তারেকুল ইসলাম, মীর ওসমান বিন নাসিম, সৈয়দ মোহাম্মদ রায়হান, মো. সাইফুল ইসলাম ও মোহাম্মদ নওয়াব আলী।
প্রসঙ্গত দুদক উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে অপসারণের বিষয়টি গত ২২ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের নজরে আনেন আইনজীবী শিশির মনির।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে অপসারণসংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। দুদকের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
আরসি-১২