সিলেট মিরর ডেস্ক
মার্চ ১৬, ২০২২
০৭:৫০ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৬, ২০২২
০৭:৫০ পূর্বাহ্ন
কৃষি খাতের আধুনিকায়নে ১২ কোটি ডলার ঋণ দিচ্ছে উন্নয়ন সংস্থা বিশ্বব্যাংক। বর্তমান বিনিময়হার (প্রতি ডলার ৮৬ টাকা) হিসাবে এই অর্থের পরিমাণ ১ হাজার ৩২ কোটি টাকা।
সরকারের চলমান ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট' প্রকল্প বাস্তবায়নে এই অর্থ ব্যয় করা হবে। এর মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা হবে এবং জলবায়ূ সহিষ্ণু কৃষির আধুনিকায়ন করা হবে।
মঙ্গলবার এ বিষয়ে একটি ঋণ চুক্তি সই হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ( ইআরডি) সচিব ফাতিম ইয়াসমিন এবং বিশ্বব্যাংকের পক্ষে বাংলাদেশে সংস্থার ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর দানদান চেন চুক্তিতে সই করেন।
রাজধানীর শেরে বাংলা নগরে ঢাকায় ইআরডি কার্যালয়ে এই চুক্তি সই হয়।
ইআরডির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকল্পটির সঙ্গে তিন মন্ত্রণালয় সম্পর্কিত। তবে পানি সম্পদ মন্ত্রণালয় মূল বাস্তবায়নকারী মন্ত্রণালয়। অন্য মন্ত্রণালয় দুটি হচ্ছে- কৃষি মন্ত্রণালয় এবং মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
গত জানুয়ারিতে শুরু হওয়া প্রকল্পটির কাজ শেষ হবে ২০২৬ সালের জুনে। প্রকল্পের অধীনে কৃষিতে পানির দক্ষ ব্যবহার এবং ক্লাইমেট স্মার্ট পানি ব্যবস্থাপনা বিষয়ক সেচ কাঠামো ও অন্যান্য সকল কাজের গুনগত মান রক্ষা করে কৃষি এবং মৎস সম্পদের উৎপাদন বাড়ানো হবে।
প্রকল্প এলাকায় ১২টি ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে সেচের পানির ব্যবহার অন্তত ৫০ শতাংশ কমিয়ে আনা সম্ভব হবে। একইসঙ্গে প্রকল্প এলাকায় মাছের উৎপাদন অন্তত ২০ শতাংশ বাড়ানো সম্ভব হবে।
বিশ্বব্যাংকের এ ঋণ পাঁচ বছরের রেয়াতকালসহ ৩৫ বছরে পরিশোধ করতে হবে। ঋণে সুদের হার শূন্য দশমিক ২৫ শতাংশ।
আরসি-০৯