হজে যেতে বাংলাদেশেই ভিসা ক্লিয়ারেন্স হবে

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১৬, ২০২২
০৫:৪৭ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৬, ২০২২
০৫:৪৭ অপরাহ্ন



হজে যেতে বাংলাদেশেই ভিসা ক্লিয়ারেন্স হবে
ঢাকায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল

ঢাকায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, ‘হজে যেতে বাংলাদেশ থেকেই শতভাগ ভিসা ক্লিয়ারেন্স হবে।’

আজ বুধবার (১৬ মার্চ) ঢাকায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নেতৃত্বে উচ্চপর্যায়ের সংলাপে এই কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যুতে কাজ করে সহযোগিতার ক্ষেত্র আরো বৃদ্ধি করতে চাই। জ্বালানি তেল নিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে সৌদি আরব। বাধাগ্রস্ত হবে না তেল সরবরাহ।

এর আগে আজ সকালে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

পরে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে কাস্টমস ও ফরেন সার্ভিস একাডেমি পর্যায়ে সহযোগিতার বিষয়ে দুইটি সমঝোতা হয়েছে। দুপুরে তিনি ভার্চ্যুয়াল অনুষ্ঠানে সৌদি ভাষা শিক্ষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আরসি-১০