সিলেট মিরর ডেস্ক
মার্চ ১৭, ২০২২
০৬:৪৪ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৭, ২০২২
০৬:৫৮ পূর্বাহ্ন
সরকারি মাধ্যমিকের শিক্ষক সমন্বয়ের উদ্দেশ্য সম্প্রতি ৪০০ শিক্ষককে বদলি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এরপর সমন্বয়ের নামে গণবদলি নিয়ে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ ওঠে। এরপর গণবদলি বাতিল করা হলো।
বুধবার (১৬ মার্চ) মাউশি মহাপরিচালক এক আদেশের মাধ্যমে আগের প্রজ্ঞাপন বাতিল করেন।
জানা যায়, সারাদেশে সরকারি মাধ্যমিকের সংখ্যা ৩৪০টি। এছাড়াও রয়েছে আত্তীকৃত ৩০০ বিদ্যালয়। এসব বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা প্রায় ১২ হাজার। যার মধ্যে ৫ হাজারের বেশি সিনিয়র শিক্ষক ও সহকারী শিক্ষক রয়েছে। এছাড়াও নতুন যোগদান করেছেন দুই হাজার শিক্ষক। সারাদেশের শিক্ষকদের মধ্যে সমন্বয় করতে বদলি কার্যক্রম চালায়।
এই বিষয়ে একাধিক শিক্ষক বলেন, বদলি বাতিলের সিদ্ধান্ত যথাযথ হয়েছে।
আরসি-০৭