সুখী দেশের তালিকায় বাংলাদেশ ৯৪তম

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২০, ২০২২
০৪:০৯ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২০, ২০২২
০৪:০৯ পূর্বাহ্ন



সুখী দেশের তালিকায় বাংলাদেশ ৯৪তম

বিশ্বের সুখী দেশের তালিকায় সাত ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৪৬ দেশের মধ্যে ৯৪ নম্বরে আছে ঢাকা। গত বছর ১৪৯ দেশের মধ্যে ১০১ নম্বরে ছিল বাংলাদেশ।

টানা পঞ্চমবারের মতো সুখী দেশের শীর্ষ অবস্থান ধরে রেখেছে ফিনল্যান্ড। তালিকায় দ্বিতীয় অবস্থানে ডেনমার্ক, পরের অবস্থানে সুইজারল্যান্ড।

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের আগে আছে নেপাল; ৮৪ নম্বরে। তালিকায় পাকিস্তান ১২১, শ্রীলঙ্কা ১২৭ এবং ভারত ১৩৬ নম্বরে আছে। এ ছাড়া ইসরায়েল ৯, জার্মানি ১৪, কানাডা ১৫, যুক্তরাষ্ট্র ১৬ এবং যুক্তরাজ্য ১৭তম স্থানে রয়েছে।

বিশ্বের সবচেয়ে অসুখী দেশ হিসেবে স্থান পেয়েছে আফগানিস্তান। এ তালিকায় আরও রয়েছে লেবানন ও জিম্বাবুয়ে।

জাতিসংঘের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক প্রতি বছর এ তালিকা প্রকাশ করে। প্রতিটি দেশের ব্যক্তিগত সুস্থতার অনুভূতি, ব্যক্তিগত স্বাধীনতা, জিডিপি ও দুর্নীতির মাত্রা বিবেচনায় তালিকাটি করা হয়।

আরসি-২২