নবীগঞ্জে টিসিবির পণ্য বিক্রি শুরু

নবীগঞ্জ প্রতিনিধি


মার্চ ২০, ২০২২
০৩:০২ অপরাহ্ন


আপডেট : মার্চ ২০, ২০২২
০৩:০২ অপরাহ্ন



নবীগঞ্জে টিসিবির পণ্য বিক্রি শুরু

হবিগঞ্জের নবীগঞ্জে সাধারণ ও নিম্ন আয়ের মানুষের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

আজ রবিবার (২০ মার্চ) সকালে নবীগঞ্জ জে কে হাই স্কুল মাঠে  এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, ওসি মো. ডালিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীসহ সংশ্লিষ্ট লোকজন।

জানা যায়, পবিত্র রমজান উপলক্ষে উপজেলায় একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মোট ১৫১৮৮টি ফ্যামেলি কার্ডধারী সর্বোচ্চ দুইবার এই পণ্য কেনার সুযোগ পাবেন। আজ প্রথম দিনে উপজেলার সদর ইউনিয়ন ও পৌরসভার  কার্ডধারী পরিবারের মাঝে এ পণ্য বিক্রি করা হয়েছে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন, টিসিবির পণ্য প্রকৃত কার্ডধারী মানুষের কাছে বিক্রি করতে আমাদের মনিটরিং টিম কাজ করছে। আজ প্রথম দিনে নবীগঞ্জ পৌরসভা ও সদর ইউনিয়নে বিক্রি করা হচ্ছে, পর্যায়ক্রমে বাকি ইউনিয়নগুলোতেও এ কার্যক্রম শুরু হবে।

এ এইচ/বি এন-০৬