সিলেট মিরর ডেস্ক
মার্চ ২০, ২০২২
০৮:৫৪ অপরাহ্ন
আপডেট : মার্চ ২০, ২০২২
১০:৩০ অপরাহ্ন
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে শতাধিক যাত্রী নিয়ে লঞ্চ ডুবে গেছে। রবিবার (২০ মার্চ) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে বেলা ৩টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা একজনের মৃতদেহ উদ্ধার করেছেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, রবিবার বেলা আড়াইটার দিকে বন্দর থানার আল আমিন নগর ও সৈয়দপুরের মাঝামাঝি এলাকায় নির্মিতব্য নাসিম ওসমান ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জগামী ওই যাত্রীবাহী লঞ্চে শতাধিক যাত্রী ছিল। বহু যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানান স্থানীয়রা।
নারায়ণগঞ্জ সদর নৌথানা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান বলেন, দুপুর ২টা ৪৪ মিনিটের দিকে আমরা খবর পাই শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজ এমভি সিটি-৯ মুন্সিগঞ্জগামী যাত্রীবাহী লঞ্চটিকে পেছন থেকে ধাক্কা দেয়। খবর পাওয়ার পর আমাদের নৌপুলিশের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট উদ্ধার অভিযানে কাজ করছে।
বি এন-০৮