কল্যাণপুরে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২১, ২০২২
০৩:৪০ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২১, ২০২২
০৩:৪০ পূর্বাহ্ন



কল্যাণপুরে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

রাজধানীর কল্যাণপুর নতুনবাজার বেলতলা বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার কর্মীদের সঙ্গে যোগ দিয়েছে স্থানীয় মানুষও।

আজ রবিবার (২০ মার্চ) রাত ৯টায় ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল ফারুক বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। 

তিনি বলেন, ভয়াবহ আগুন। বস্তির দুই-তৃতীয়াংশ জ্বলছে। বস্তির অধিবাসীরা আহাজারি করছেন। বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

আরসি-১৬